List Headline Image
Updated by The News Nest on Jul 27, 2020
 REPORT
5 items   1 followers   0 votes   1 views

5 natural ways to improve your lifestyle

আমাদের চারদিকে অনেক প্রাকৃতিক উপায় রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন আপনার সৌন্দর্য এবং যৌন জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে। সেগুলো কী কী দেখে নিন...

Source: https://www.thenewsnest.com/

মুখের অবাঞ্ছিত লোমের হাত থেকে মুক্তি পেতে চান? ভরসা রাখুন ঘরে থাকা উপাদানে | The News Nest

অনেকেরই শুধুমাত্র হাতে-পায়ে না, মুখেও অবাঞ্ছিত লোম (facial hair) থাকে। কেউ কেউ পার্লারে গিয়ে ওয়াক্সিং করান আবার কেউ কেউ রাসায়নিকযুক্ত ফেসিয়াল ব্লিচ ব্যবহার করেন এই অবাঞ্ছিত লোমের সমস্যা (unwanted hair) থেকে মুক্তি পেতে। কিন্তু এই দুটো পদ্ধতিতেই ত্বকের ক্ষতি হয়। তাহলে উপায়? আমাদের চারদিকে অনেক প্রাকৃতিক ব্লিচ (natural bleach) রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন মুখের অবাঞ্ছিত লোমের (facial hair) সমস্যা থেকে মুক্তি পেতে। সেগুলো কী কী দেখে নিন-

চোখের নিচের কালি মুছে যাবে ১ মিনিটে, ফলো করুন এই টিপস… | The News Nest

ডার্ক সার্কেলের জন্য সব সাজই মাটি৷ শুধু সৌন্দর্যই যে নষ্ট করে তা নয়, এটি কিন্তু স্বাস্থ্য সমস্যাও৷ কেননা ডার্ক সার্কেল মূলত তৈরি হয় স্বাস্থ্য সমস্যার কারণে। ঘুম না হওয়া, ঘুম কম হওয়া, স্ট্রেস, রক্ত স্বল্পতাসহ নানা রকমের ছোট-বড় শারীরিক অসুবিধার কারণে দেখা দিয়ে থাকে এই ডার্ক সার্কেল।

কোমরের পেছনের মেদ জমছে? ঝপ করে কমিয়ে ফেলুন এই ব্যায়ামগুলির সাহায্যে | The News Nest

পেটের দুই পাশে ও কোমরের পিছনের দিকে মেদ জমেছে? কীভাবে কমাবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা করবেন না। শরীরের এই অংশের মেদ কমানোর জন্যও রয়েছে বেশ কয়েকটি সহজ ব্যায়াম। সেগুলি নিয়মিত করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

নরম গোলাপি ঠোঁট চান? রইল ৭টি টিপস | The News Nest

ঠোঁটের রং সকলের গোলাপি হয় না। কারণ জিনগত এবং কিছুটা জীবনযাপনের ধরনের উপরেও নির্ভর করে। আবার ঠোঁট গোলাপি হলেই যে যথেষ্ট নরম হবে তার কোনও মানে নেই। যদি এই দুই’ই চাই তবে নীচের এই ৭টি টিপস রইল। তবে যাঁদের ঠোঁট কালচে কোনও জেনেটিক কারণে তাঁদের ক্ষেত্রে শুধু এই টোটকায় কাজ হবে না। ভাল ইস্থেটিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে পারেন।

যৌন জীবন আরো ভালো করতে 'কামসূত্র'-র এই সাতটি নিয়ম মেনে মিলিত হন… | The News Nest

The News Nest: প্রাচীন ভারতের (ancient time) একটি বিশেষ বই রয়েছে যা আজও সমানভাবে জনপ্রিয় এবং তা হল ‘কামসূত্র’ (kamasutra)। বইটি লেখা হয়েছিল দ্বিতীয় শতকে এবং এতে স্পষ্টভাবে বলা আছে যে নিয়মিত শারীরিক মিলন স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। শুধু তাই-ই নয়, সম্পূর্ণ পরিতৃপ্তি পাওয়ার নানা উপায়ও বলা আছে। চলুন, আমরাও বরং জেনে নিই যে প্রাচীনকালে (ancient time) কী কী নিয়মে (rules) মিলিত হওয়ার (sex) কথা বলা আছে এবং তা আপনার ও আপনার সঙ্গীর স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।